Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার গান গাইলেন মেয়র আতিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৯, ১০:১৭ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৯, ১০:১৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পূজামণ্ডপে ঢোল বাজানোর পর এবার গান গাইলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। নগরবাসীদের ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’ গানের সুরে মাতিয়েছেন নগর পিতা। 

রোববার (৬ অক্টোবর) রাজধানীর তেজগাঁও তেজকুনি পাড়ার খেলাঘর মাঠ পূজামণ্ডপ পরিদর্শনে যান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। পরিদর্শন শেষে সেখানে উপস্থিত দর্শনার্থীদের অনুরোধে গান পরিবেশন করেন আতিক।

খালি বা বেসুরো গলায় নয়, বরং বাদ্যযন্ত্রের সঙ্গে তালে তাল মিলিয়েই গান গাইতে দেখা যায় মেয়রকে। উপস্থিত জনতার করতালিও জোটে বেশ। 

এর আগে, প্রধান অতিথির বক্তব্যে সনাতন ধর্মাবলম্বীদের পূজার শুভেচ্ছা জানিয়ে আতিক বলেন, ধর্ম যার যার উৎসব ও আনন্দ সবার। এবারের পূজা যেন আপনারা নির্বিঘ্নে উদযাপন করতে পারেন, সিটি করপোরেশনের পক্ষ থেকে তার সব উদ্যোগ নেওয়া হয়েছে। আপনাদের উদযাপন আনন্দময় হোক।

এর আগে, এক পূজামণ্ডপে পরিদর্শনে গিয়ে ঢোল বাজিয়ে আলোচনার জন্ম দেন আতিকুল ইসলাম। 

Bootstrap Image Preview