Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গোপালগঞ্জে পানিতে ডুবে তিন বোনের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৯, ০১:৪০ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৯, ০১:৪০ PM

bdmorning Image Preview


গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে। তারা তিন জনই শিশু। তিন শিশুর এক সাথে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন মেহেরজান আক্তার (৫), মারিয়া আক্তার (৩) ও ঝর্না আক্তার (৩)। নিহত মেহেরজান ও মারিয়া আপন দুই বোন। তারা ওই গ্রামের মেরাজ শেখের দুই মেয়ে। এবং ঝর্না তাদের ফুপাতো বোন সে পার্শ্ববর্তী তপারকান্দি গ্রামের নুর আলমের মেয়ে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে পুকুর পাড়ে খেলতে যায় তিন শিশু। পরে তাদের কোনো সন্ধান না পেয়ে বাড়ির পাশের পুকুরে নেমে খুঁজতে থাকে পরিবারের সদস্যরা।

এক পর্যায়ে আজ রোববার ( ৬ অক্টোবর) সকাল  ৯টার দিকে ওই তিন শিশুকে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ চন্দ্র মন্ডল জানান, হাসপাতালে আনার আগেই ওই তিন শিশুর মৃত্যু হয়েছে।

Bootstrap Image Preview