Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জেনেভা ক্যাম্পে সংঘর্ষের ঘটনায় ২ মামলা, গ্রেপ্তার ১০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৯, ১২:১১ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৯, ১২:১১ PM

bdmorning Image Preview


রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুইটি মামলা করেছে পুলিশ। এর মধ্যে একটি পুলিশের ওপর হামলার অভিযোগে, আরেকটি দায়ের হয়েছে নাশকতার অভিযোগে। এ ঘটনায় আটক ১২ জনের মধ্যে ১০ জনকে দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

গতকাল শনিবার দিবাগত রাতে পুলিশ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দুটি করে। এতে নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় অনেককে আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গনেশ গোপাল বিশ্বাস। তিনি জানান, ২৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় অনেকেই আছেন।

এর আগে বিদ্যুতের দাবিতে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জেনেভা ক্যাম্পের সামনে বিক্ষোভ করেন ওই ক্যাম্পের বাসিন্দারা। এ সময় পুলিশের ছোড়া টিয়ারশেল ও গুলিতে কয়েকজন আহত হন।

জানা যায়, জেনেভা ক্যাম্পের বাসিন্দাদের ৩১ কোটি টাকা বকেয়া বিল নিয়ে বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা চলছিল। বকেয়া বিলের কারণে গত ছয় থেকে সাত মাস ধরে লোডশেডিং হয়ে জেনেভা ক্যাম্পে মাত্র ৬ থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকত। 

এরই পরিপ্রেক্ষিতে তারা বিদ্যুৎ সংযোগের দাবিতে শনিবার রাস্তায় নেমে অবরোধ শুরু করেন। এ সময় বিভিন্ন দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের ওপর টিয়ারশেল ও গুলি ছোড়ে পুলিশ। এ সময় বিক্ষোভকারীরাও পুলিশের ওপর চড়াও হন। এতে কয়েকজন আহত হয়।

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার মোহাম্মদ আব্দুর রব দৈনিক আমাদের সময় অনলাইনকে বলেন, ‘জেনেভা ক্যাম্পের বাসিন্দারা অনেকদিন ধরে বিদ্যুৎ বিল বকেয়া রেখেছেন। এমতাবস্থায় তাদের বিদ্যুৎ বিল নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা চলছিল। এরপর তারা বিদ্যুৎ সংযোগের দাবিতে রাস্তায় নেমে অবরোধ শুরু করে। ’

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) আনিসুর রহমান জানান, ৩১ কোটি টাকা বিদ্যুৎ বিল বাকি বিহারীদের, তারা সেই বিল না দিয়ে রাস্তায় বিক্ষোভ করছে। পুলিশের ওপর ইট-পাটকেলও মেরেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন।

Bootstrap Image Preview