Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শেখ হাসিনার সাথে অসাধারণ আলোচনা হয়েছে: নরেন্দ্র মোদি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৯, ০৯:০২ PM
আপডেট: ০৫ অক্টোবর ২০১৯, ০৯:০২ PM

bdmorning Image Preview


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন নয়া দিল্লি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দেশের প্রধানমন্ত্রীর এই বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। উদ্বোধন হয়েছে তিনটি যৌথ প্রকল্প।

এদিকে বৈঠকের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে আলোচনা ভালো হয়েছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

টুইটারে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে অসাধারণ একটি আলোচনা হয়েছে। আমরা ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের সকল বিষয়ে পর্যালোচনা করেছি।

এর আগে শনিবার (০৫ অক্টোবর) দুপুর নয়া দিল্লির হায়দ্রাবাদ হাউজে বৈঠকে বসেন দুই দেশের সরকার প্রধান। বৈঠকে তিনটি প্রকল্প উদ্বোধন ও শিক্ষা, সংস্কৃতি ও পানিসম্পদ বিষয়ে ৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

Bootstrap Image Preview