Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পদ্মার পানি বৃদ্ধি, দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল বন্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৯, ১১:৫৮ AM
আপডেট: ০৫ অক্টোবর ২০১৯, ১১:৫৮ AM

bdmorning Image Preview


হঠাৎ পদ্মার পানি বৃদ্ধি ও তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া ফেরি চলাচলও ব্যাহত হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে পদ্মা নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যায় বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এছাড়াও বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে।

ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়া প্রান্তে নদী পারের জন্য দীর্র্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে কয়েকশ পণ্যবাহী ট্রাক ও বেশ কিছু যাত্রীবাহী বাসকে।

স্রোতের কারণে এ রুটে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় গতকাল শুক্রবার দুপুর থেকে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম লঞ্চ চলাচল বন্ধ করে দেন।

আজ শনিবার সকালে দৌলতদিয়া ঘাট সূত্র জানিয়েছে, গত কয়েক দিন ধরে পদ্মার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ ও ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। নদী পার হতে সময় লাগছে আগের তুলনায় দ্বিগুণ। এ রুটে ১৬টির মধ্যে ১০টি ফেরি চলাচল করছে। তবে স্রোতের কারণে সবগুলো ফেরি চলতে পারছে না। ফলে নদী পার হতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যানবাহনকে।

Bootstrap Image Preview