Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খাবারের প্রলোভন দেখিয়ে কুকুর হত্যা, কিশোরগঞ্জ থানায় জিডি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৯, ০৬:২১ PM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৯, ০৬:২১ PM

bdmorning Image Preview


নীলফামারীর কিশোরগঞ্জে প্রতিবেশির বিরুদ্ধে পোষা কুকুর হত্যার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কুকুরটির মালিক। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার বাহাগিলি ইউনিয়নের দুরাকুটি গ্রামের আবুল হোসেন এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্র জানা যায়, দুরাকুটি গ্রামের মজেদ উল্লার ছেলে আবুল হোসেন দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে একটি কুকুর পুষছিলেন। তার পোষা কুকুরটি নিজের বাড়িসহ আশপাশের এলাকায় চুরি প্রতিরোধে ভূমিকা রাখতো। বৃহস্পতিবার সকালে প্রতিবেশি জামিদুল কুকুরটিকে খাবার দেয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেন।

তবে এ অভিযোগ অস্বীকার করে জামিদুল ইসলাম বলেন, কুকুরটি অসুস্থ ছিল। সকালে কুকুরটি আমার বাড়ির সামনে এসে হঠাৎ মৃত্যুর মুখে ঢলে পড়ে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ বলেন, আবুল হোসেনের পোষা কুকুর হত্যার বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Bootstrap Image Preview