Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাঁধুনিকে বলেছি খাবারে পেঁয়াজ বন্ধ: প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৯, ০৫:৩৪ PM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৯, ০৫:৩৪ PM

bdmorning Image Preview


প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার মজা করে হলেও পেঁয়াজ সরবরাহ বন্ধ করায় বাংলাদেশে সৃষ্ট সমস্যা ভারতকে বুঝিয়ে দিয়েছেন। অতিরিক্ত বর্ষার কারণে উৎপাদন বিলম্ব হওয়ায় গত মাসে পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করে ভারত। খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির।

ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের ইন্ডিয়া ইকোনোমিক সামিটে যোগদান উপলক্ষে দিল্লি সফররত প্রধানমন্ত্রী এদিন ইন্ডিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামে বক্তব্য প্রদানের সময় ভারত হঠাৎ পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ার আগে কোনও নোটিশ না দেয়ার কথা উল্লেখ করেন।

শেখ হাসিনা বলেন, আমাদের জন্য পেঁয়াজ পাওয়া কঠিন হয়ে গেছে। আমি জানি না আপনারা কেন সরবরাহ বন্ধ করলেন। আমি আমার রাঁধুনিকে বলেছি আজ থেকে খাবারে পেঁয়াজ দেয়া বন্ধ করে দাও। প্রধানমন্ত্রীর এসব কথা শুনে উপস্থিত অতিথিরা হেসে ওঠেন।

তিনি হাসতে হাসতে বলেন, পেঁয়াজ রপ্তানি বন্ধের আগে নোটিশ দিলে ভালো হতো। এটি এতটাই আকস্মিকভাবে বন্ধ হয়েছে, যা সামলে নিতে আমাদেরকে বেশ জটিলতার সম্মুখীন হতে হচ্ছে। পরবর্তীতে এমন কিছু করার আগেই আমাদেরকে জানালে ভালো হবে।

ভারতের কেন্দ্র সরকার গত ২৯ সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। দেশটিতে প্রতি ১০০ কেজি পেঁয়াজের দাম বেড়ে সাড়ে চার হাজার রুপি হওয়ায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। গত ছয় বছরের মধ্যে কখনও পেঁয়াজের দাম এতো বেশি হয়নি।

ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ায় বাংলাদেশের রাজধানী শহর ঢাকায় প্রতি ১০০ কেজি পেঁয়াজের দাম বেড়ে দশ হাজারের বেশি রুপি হয়ে যায়। বাজারের দাম নিয়ন্ত্রণ করার জন্য মিয়ানমার, মিশর, তুরস্ক ও চীন থেকে পেঁয়াজ আমদানির পরিমাণ বাড়ায় বাংলাদেশ।

Bootstrap Image Preview