Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সৌদি থেকে দেশে ফিরলেন আরো ১৩০ বাংলাদেশি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৯, ০১:২৬ PM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৯, ০১:২৬ PM

bdmorning Image Preview


সৌদি আরব প্রশাসনের ধরপাকড়ের শিকার হয়ে শূন্য হাতে ১৩০ জন কর্মী দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (০৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সৌদি এয়ারলাইন্স একটি বিমানে দেশে ফেরেন তারা।

সৌদি থেকে ফেরত আসা নাটোরের রবিউল করিম, বাগেরহাটের মেহেদি হাসানসহ অনেক কর্মীদের অভিযোগ, দেশটিতে বেশ কিছুদিন ধরে ধরপাকড়ের শিকার হচ্ছেন প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা। সেই অভিযানে বাদ যাচ্ছে না বৈধ আকামা থাকা কর্মীরাও।

ফেরত আসা সৌদি প্রবাসী অনেক কর্মীর অভিযোগ, তারা কাজে থেকে রুমে ফেরার পথে তাদের পুলিশ গ্রেফতার করেন। সে সময় নিয়োগকর্তাকে ফোন করা হলেও তারা দায়িত্ব নিচ্ছেন না। বরং আকামা থাকা সত্ত্বেও কর্মীদেরকে ডির্পোটেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। আবার দীর্ঘদিন অবৈধভাবে থাকার কারণেও অনেককে আটক করে ফেরত পাঠানো হচ্ছে।

২০১৯ সালে সৌদি থেকে এভাবে অন্তত ১১ থেকে ১২ হাজার কর্মী দেশে ফিরেছেন। এদিকে এ বছরের নয় মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২৫ হাজার বাংলাদেশি প্রবাসী কর্মী ফেরত এসেছেন। এর মধ্যে অর্ধেকই এসেছেন সৌদি আরব থেকে।

বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা বলছেন, গন্তব্য দেশগুলোতে আইনি কঠোরতা এবং শ্রমিকদের অনিবন্ধিত হয়ে পড়ার কারণেই তাদের ধরে দেশে ফেরত পাঠানো হচ্ছে। এ নয় মাসে প্রায় এক হাজার নারীকর্মীও দেশে ফেরত এসেছেন।

Bootstrap Image Preview