Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিলেটের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৯, ১২:০৪ PM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৯, ১২:০৪ PM

bdmorning Image Preview


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিলেট থেকে চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে করে সিলেটের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আজ শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ট্রেনটির উদ্ধার তৎপরতা শুরু করেছে রেল কর্তৃপক্ষ। জানা গেছে, ট্রেনটির বগিগুলোর উদ্ধার কাজ শেষ করতে ঘণ্টা খানেকের বেশি সময় লাগতে পারে।

আখাউড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সেতাফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই বগির মাঝখানের যন্ত্রাংশ ভেঙে গিয়ে ট্রেনটির চারটি মালবাহী বগি লাইনচ্যুত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

সিলেটের সঙ্গে চট্টগ্রামের যোগাযোগ বন্ধ থাকলেও ট্রেন সিডিউলের বিপর্যয় ঘটবে না বলে জানিয়েছেন আখাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. খলিলুর রহমান। তিনি জানান, ওই পথে দুপুর একটার আগে আর কোনো ট্রেন নেই। উদ্ধার কাজ শেষ করতে ঘন্টাখানেকেরও বেশি সময় লাগবে।

Bootstrap Image Preview