Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মেহেরপুরে দুদল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধে যুবক নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৯, ০৯:২৯ AM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৯, ০৯:২৯ AM

bdmorning Image Preview


মেহেরপুর দুদল সন্ত্রাসীর মধ্যে কথিত বন্দুকযুদ্ধে ইসমাইল হোসেন বাক্কা (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৩টার দিকে সদর উপজেলার দরবেশপুর সিরাজুল ইসলামের আম বাগানে এ ঘটনা ঘটে।

নিহত বাক্কা পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার আকন্দবাড়ি গ্রামের মোল্লা পাড়ার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, সদর উপজেলার নতুন দরবেশপুর এলাকায় গুলির শব্দ শুনে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পরে একটি আমবাগানে গুলিবিদ্ধ অবস্থায় বাক্কাকে পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি কার্তুজ ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়। ভোরে ঘটনাস্থলে এলাকার লোকজন জড়ো হলে তারাই বাক্কার পরিচয় শনাক্ত করেন।

মেহেরপুর সদর উপজেলার বারাদী ক্যাম্পের পুলিশ পরিদর্শক আব্বাস আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ত্রাসীদের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাক্কার লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Bootstrap Image Preview