Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, মে ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে ধরা পড়লো বিশ্বের সবচেয়ে বিষধর সাপ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০১৯, ১০:১৯ PM
আপডেট: ০১ অক্টোবর ২০১৯, ১০:১৯ PM

bdmorning Image Preview


ফরিদপুরের সদর উপজেলায় একটি ইটভাটায় ধরা পড়েছে বিশ্বের সবচেয়ে বিষধর সাপ রাসেল ভাইপার। স্থানীয়ভাবে চন্দ্রবোড়া নামেও একে ডাকা হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের বালিয়াঘাট এলাকার পদ্মা নদীর তীরবর্তী একটি ইটভাটার জায়গা থেকে সাপটিকে আটক করে স্থানীয়রা।

ফরিদপুর বন বিভাগের ফরেস্টার মো. মহিউদ্দিন জানান, আটককৃত সাপটির দৈর্ঘ্য প্রায় পাঁচ ফুট ও প্রস্থ ছয় থেকে সাত ইঞ্চি। এছাড়া সাপটির ওজন প্রায় সাড়ে পাঁচ কেজি বলেও জানান তিনি।

চট্টগ্রামের ভেলম রিসার্চ সেন্টারের সহকারী গবেষক বোরহান বিশ্বাস জানান, তিনি বুধবার আটক হওয়া চন্দ্রবোড়া সাপটি নিতে ফরিদপুরে আসবেন। গবেষণার জন্য সাপটি চট্টগ্রামের ভেলম রিসার্চ সেন্টারে নিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি।

এএলএম ব্রিক নামে ওই ইটভাটার পরিচালক রুবেল হাসান জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে ভাটার কাজে নিয়োজিত এক নারী শ্রমিক প্রথমে ইটভাটা সংলগ্ন জমিতে হালকা পানির মধ্যে সাপটি দেখতে পান। এরপর পরিচালক রুবেল হাসান ও তার ভাই মিলে সাপটিকে ধরে একটি ড্রামের মধ্যে আটকে রাখেন।

খুলনার বন্য প্রাণী পরিবেশ বিশারদ ও সর্প বিশেষজ্ঞ আবু সাইদ বলেন, সাপটি চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার। এটি এ অঞ্চলের সাপ নয়। উত্তরবঙ্গ তথা বরেন্দ্র এলাকায় সাধারণত এ প্রজাতির সাপ দেখতে পাওয়া যায়।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে বন্যার পানিতে ভেসে সাপটি ফরিদপুর সদরে চলে এসেছে।

Bootstrap Image Preview