Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে ছিনতাই করে পালানোর সময় র‌্যাবের গুলিতে যুবক নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৩ AM
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৩ AM

bdmorning Image Preview


রাজধানীর বীরউত্তম সি আর দত্ত রোডে ইস্টার্ন প্লাজার সামনে ছিনতাইকারীদের সঙ্গে র‌্যাবের গোলাগুলিতে অজ্ঞাতনামা এক ছিনতাইকারী নিহত হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে আরো এক ছিনতাইকারী আহত হয়েছে।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী আরটিভি অনলাইনকে জানান, মোটরসাইকেলযোগে তিন ছিনতাইকারী ইস্টার্ন প্লাজার সামনে ব্যাগ ছিনতাই করে পালানোর সময় তাদের গতিরোধ করে র‌্যাব। এসময় ছিনতাইকারীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি করে। এতে ঘটনাস্থলেই এক ছিনতাইকারী মারা যায়।

তিনি আরও জানান, গোলাগুলির ঘটনায় আরেকজন গুলিবিদ্ধ হলেও তৃতীয়জন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে তাদের চালিত মোটরসাইকেল, অস্ত্র ও ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় সেই ব্যাগটি উদ্ধার করা হয়।

হাসান (৩৫) নামে এক ছিনতাইকারীকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে র‌্যাব কর্মকর্তারা।

Bootstrap Image Preview