Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার গণপূর্তের সাবেক দুই প্রকৌশলীর ব্যাংক হিসাব তলব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১০:১১ PM
আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১০:১১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীমকে অবৈধ সুবিধা দেয়ার অভিযোগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক দুই প্রকৌশলীর ব্যাংক হিসাব তলব করা হয়েছে। 

তারা হলেন- সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম ও অতিরিক্ত প্রকৌশলী আব্দুল হাই। এনবিআর সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ব্যাংকগুলোকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট -বিএফআইইউ।

শামীম যুবলীগ নেতার পরিচয়ে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের টাকা দিয়ে কাজ বাগিয়ে নিতেন বলে অভিযোগ রয়েছে।

এদিকে জাতীয় রাজস্ব বোর্ডসহ সরকারের বিভিন্ন সংস্থার অনুরোধে দুই প্রকৌশলীর ব্যাংক হিসাব তলব করা হচ্ছে বলে জানান  বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও বিএফআইইউর প্রধান আবু হেনা মোহা. রাজী হাসান।

জানা গেছে, শামীম র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার পর থেকে এই দুই প্রকৌশলী গা-ঢাকা দিয়েছেন।

এর আগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া ও শামীমের ব্যাংক হিসাব খতিয়ে দেখতে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বিএফআইইউ।

উল্লেখ্য, গেল বুধবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর ফকিরাপুল ইয়ংমেনস ক্লাবের ক্যাসিনোতে অভিযান চালায় র‌্যাব। ওই রাতে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদকে গ্রেপ্তার করা হয়। এরপর শুক্রবার (২০ সেপ্টেম্বর) নিকেতনে নিজের অফিস থেকে গ্রেপ্তার হন শামীম।

Bootstrap Image Preview