Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ক্যাসিনোকাণ্ডে কোনো জনপ্রতিনিধি জড়িত থাকলেও ব্যবস্থা: সাঈদ খোকন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৭:০৩ PM
আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৭:০৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ক্যাসিনোসহ অবৈধ কর্মকাণ্ডে কোনো জনপ্রতিনিধি জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীকে সব রকমের সহযোগিতার অঙ্গীকার করেন তিনি।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নগর ভবনে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মেয়র।

সাঈদ খোকন বলেন, 'আইনের কোনো ব্যত্যয় হবে না। সে যে পর্যায়ের জনপ্রতিনিধিই হোক না কেনো মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আইন প্রয়োগকারী সংস্থা শূন্য সহিষ্ণুতা প্রদর্শন করে যাচ্ছে এবং সেটা অব্যাহত থাকবে। ঢাকার নির্বাচিত মেয়র হিসেবে আমি সর্বাত্মক সমর্থন এবং সহযোগিতা করবো।




 

Bootstrap Image Preview