Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সেই ডিসি’র বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০৭ PM
আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


জামালপুরের সাবেক ডিসি আহমেদ কবীরের অফিস সহকারীর সঙ্গে আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। 

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন কমিটির আহ্বায়ক ও মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) মুশফিকুর রহমান।

জেলা প্রশাসনের এক নারী কর্মকর্তার সঙ্গে ডিসির ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে সারা দেশে সমালোচনার ঝড় উঠলে প্রাথমিক তদন্তে তাৎক্ষণিকভাবে ডিসি আহমেদ কবীরকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এরপর গত ২৯ আগস্ট বৃহস্পতিবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব ড. মুশফিকুর রহমানের নেতৃত্বে তদন্ত দলের সদস্যরা জামালপুর ডিসি কার্যালয়ে পৌঁছে কাজ শুরু করেন।

তবে কাজ সম্পন্ন না হওয়ার ফলে দ্বিতীয়বারের মতো গঠিত কমিটি ১০ দিন (কর্মদিবস) বাড়ানোর আবেদন জানায়। ৯ সেপ্টেম্বর রাতে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) আ. গাফফার খান তদন্তে কমিটির চাহিদা মোতাবেক ১০ কর্মদিবস সময় বাড়িয়ে দেয়।

পরে ড. মুশফিকুর রহমানের নেতৃত্বে তদন্ত দলের সদস্যরা জামালপুর ডিসি কার্যালয়ে পৌঁছে ডিসির বিশ্রাম কক্ষ পরিদর্শন করেন এবং জড়িত নারীর সঙ্গে কথা বলেন।

জানা গেছে, ভিডিও সংক্রান্ত বিষয়ে তদন্ত করার নির্দেশ দেয়ার পাশাপাশি কমিটি কয়েকটি সুপারিশও করেছে।

Bootstrap Image Preview