Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভোটার তালিকায় রোহিঙ্গা, আটক ইসি কর্মকর্তা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৫ AM
আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৫ AM

bdmorning Image Preview


বাংলাদেশে আশ্রয়ে থাকা মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) এক কর্মকর্তাকে আটক করা হয়েছে। আটক ওই কর্মকর্তার নাম শাহানুর মিয়া।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

আটক শাহানুর ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তা বলে জানিয়েছেন ওই বিভাগের পরিচালক (অপারেশনস) আবদুল বাতেন।

নিবন্ধন অনুবিভাগের পরিচালক জানান, আটক শাহানুর ওই বিভাগে প্রযুক্তিগত সহায়তা দিতেন। তিনি টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে কর্মরত আছেন। রোহিঙ্গাদের ভোটার তালিকায় যুক্ত করার অপরাধে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়। ওই অপরাধে ইসির প্রধান কার্যালয় থেকে আগে কখনো কাউকে আটক করা হয়নি, এটাই প্রথম।

এদিকে এর আগে একই অপরাধে চট্টগ্রামের ডাবলমুরিং থানার ইসি অফিসের সহায়ক জয়নালকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, রোহিঙ্গাদের ভোটার করাসহ বেশ কিছু জালিয়াতির সঙ্গে জড়িত সন্দেহে একটি তালিকা করেছে কমিশন। যেখানে ইসির অন্তত ১৫ কর্মকর্তা-কর্মচারী অপরাধে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। সোমবার এমটাই জানান নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম।

Bootstrap Image Preview