Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, মে ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টানা ৩ দিন অনাহারে ১০০ বছরের বৃদ্ধ, সন্তানদের সতর্ক করলেন ইউএনও

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩৫ PM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সন্তানরা থাকতেও টানা তিনদিন না খেয়ে ছিলেন প্রায় ১০০ বছরের বৃদ্ধ শালি নেওয়াজ। নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাধুহাটি গ্রামে এঘটনা ঘটেছে।

শেষ পর্যন্ত সোমবার দুপুরে উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন ওই বৃদ্ধের বাড়িতে খাবার নিয়ে হাজির হন। এরপর ইউএনও নিজ হাতে অসহায় বৃদ্ধ শালি নেওয়াজের মুখে খাবার তুলে দেন।

ইউএনও বানিন বলেন, বিভিন্ন মাধ্যমে খবর পাই টানা তিনদিন ধরে সন্তানরা এই মানুষটিকে কোনো খাবার দিচ্ছেন না। না খেয়ে নিস্তেজ আর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।

তিনি বলেন, কিছু খাবারের ব্যবস্থা করে বৃদ্ধ শালি নেওয়াজের বাড়িতে যায়। এরপর তার মুখে খাবার তুলে দেই। এছাড়া বেশকিছু শুকনো খাবার শালি নেওয়াজের হাতে দেওয়া হয়েছে। অচিরেই বৃদ্ধ শালিকে একটি বয়স্ক ভাতা কার্ড করে দেওয়া হবে।

এ সময় ওই বৃদ্ধের সন্তান ও পুত্রবধূদের ক্ষমা প্রার্থনা করানো হয়। পাশাপাশি তাদের কাছে আইনি দিকগুলো তুলে ধরে ঠিকমতো বৃদ্ধ শালি নেওয়াজকে খাবার দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এ নির্দেশ অমান্য করলে প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সন্তান ও পুত্রবধূদের জানানো হয়।

Bootstrap Image Preview