Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিকেলে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু, রাতে স্ত্রীর আত্মহত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৫:১১ PM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৫:১১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যুর পর শোকে আত্মহত্যা করেছেন স্ত্রী। 

সোমবার সকালে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার রামপুর গ্রামে। 

রোববার বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান রামপুর গ্রামের নিবলু দাস (২৯)।

জামালগঞ্জ থানার উপ-পরিদর্শক নূরুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্টে নিহত নিবলু দাসের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে নিয়ে আসা হলে স্বামীর জন্য পাগলপ্রায় হয়ে যান স্ত্রী নিয়তী রানী দাস (২৯)।

পুলিশের ধারণা, স্বামীর মৃত্যুশোক সইতে না পেরে রাতের কোনো এক সময় নিজ ঘরে পরনের শাড়ি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন নিয়তী।

সোমবার ভোরে পরিবারের লোকজন তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। সকাল ৯টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ।

মাত্র দুই মাস আগে নিবলু ও নিয়তীর বিয়ে হয়েছিল।

Bootstrap Image Preview