Bootstrap Image Preview
ঢাকা, ২৬ রবিবার, মে ২০২৪ | ১২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লালমনিরহাটে আজ আবারও মসজিদ নির্মাণে বাধা দিলো বিএসএফ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩৪ PM
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩৪ PM

bdmorning Image Preview


শুক্রবার বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে লালমনিরহাটের দোলাপাড়া সীমান্তে কেরামতিয়া বড় মসজিদের দোতলা ভবন নির্মাণ কাজে বাধা দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

এ ঘটনায় বাংলাদেশি লোকজনসহ মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের মাঝে ক্ষোভ দেখা দেয়। এরপর শনিবার বেলা ১১টায় আবারও ওই মসজিদের জানালার থাই গ্লাস ও গ্রিল লাগানোর কাজে বাধা দিয়েছে শিতলকুচি থানার অমিত ক্যাম্পের বিএসএফের একটি টহল দল।

জানা গেছে, ওই উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্ত এলাকায় মোঘল আমলে কেরামতিয়া হজুর নামে এক দরবেশ বসবাস করতেন। তাঁর সহযোগিতায় সেখানে একটি ছোট মসজিদও নির্মিত হয়। মসজিদটি পুনর্নির্মাণের কাজ শুরু হলে আন্তর্জাতিক সীমান্ত আইনের অজুহাতে মসজিদ নির্মাণে বাধা দেয় ভারতীয় বিএসএফ।

ওই এলাকার ফজলার রহমান বলেন, বড়খাতা দোলাপাড়া সীমান্ত এলাকায় কেরামতিয়া বড় মসজিদের দুই তলা ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে। শুধু জানালার থাই গ্লাস ও গ্রিল লাগানের কাজ বাকি রয়েছে। মসজিদটি ভারত সীমান্ত থেকে প্রায় ২০ মিটার দূরে। তারপরও বিএসএফ বার বার কাজে বাধা দিচ্ছে।

দোলাপাড়া মসজিদ কমিটির সভাপতি হাবিবুর রহমান বলেন, ‘শনিবার বেলা ১১টায় আবারও বিএসএফের একটি টহল দল এসে মসজিদের জানালায় থাই গ্লাস ও গ্রিল লাগানোর কাজ বন্ধ করতে বলে। তাই আমরা কাজ বন্ধ রেখেছি।’

তিনি আরও বলেন, ‘এর আগে দুই দেশের অনুমতি নিয়ে মসজিদ নির্মাণ হয়েছে। মসজিদ নির্মাণের আগে বিএসএফ বিভিন্ন কথা বলে নির্মাণ কাজে বাধা দেয়। ২০১১ সালে বাংলাদেশ ও ভারতের উচ্চ পর্যায়ে বৈঠকের পর আস্তে আস্তে মসজিদ নির্মাণ কাজ শেষ হয়।’

রংপুর ৬১ বিজিবির বড়খাতা দোলাপাড়া বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার ইব্রাহিম মোল্লা জানান, বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শনিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে আসবেন। মসজিদের জানালার থাই গ্লাস ও গ্রিল লাগানোর বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে।

Bootstrap Image Preview