Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শুশুকের ধাওয়ায় তীরে ৮২ কেজি ওজনের বাঘাআইড়, ধরে ফেলল জেলেরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৯, ০৮:১৮ PM
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৯, ০৮:১৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ধরা পড়েছে বিশাল আকৃতির বাঘাআইড় মাছ। উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মৌলভীচরে জেলেদের জালে ধরা পড়ে মাছটি।

চর আমখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দ জানান, মঙ্গলবার সকালে চারজন জেলে ব্রহ্মপুত্র নদে জাল ফেলে মাছ ধরছিল। এ সময় হঠাৎ কয়েকটি শুশুক বিশাল আকারের বাঘাআইড় মাছটিকে ধাওয়া করে।

ধাওয়া খেয়ে বাঘাআইড়টি তীরের দিকে কম পানির দিকে উঠে আসে। তখন মাছ শিকারে থাকা ওই চারজন জেলে দৌঁড়ে গিয়ে মইজাল দিয়ে মাছটিকে ধরে বেঁধে ফেলে।

কিছুক্ষণের মধ্যে বিষয়টি জানাজানি হলে মাছটিকে দেখতে ভিড় জমে যায়। পরে দুইজন কাধে করে স্থানীয় মৌলভীচর বাজারে বাঘাআইড় মাছটিকে নিয়ে যায়। স্থানীয়রা ৮২ কেজি ওজনের মাছটি ৪৩ হাজার টাকায় কিনে নেয়। পরে মাছটি কেটে ৪৩টি ভাগ করা হয়। প্রতিটি ভাগ ১ হাজার টাকা বিক্রি করা হয়। ওই চার জেলের বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্দাবাড়ী এলাকায়।

Bootstrap Image Preview