Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১৬ বছরের চাকরি জীবনে ১৬ পয়সাও দুর্নীতি করিনি: এসপি ফারুক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৯, ০৬:২০ PM
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৯, ০৬:২০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


‘১৬ বছরের চাকরি জীবনে ১৬ পয়সাও দুর্নীতি করিনি। সরকারি বেতনের টাকায় চলি। সুতরাং আমার নামে কেউ জনগণের কাছ থেকে পয়সা নিতে পারবে না। এ ম্যাসেজটা সবার কাছে পৌঁছাবেন। কিভাবে কাজ করতেছি।’ কথাগুলো বলছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমদ।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের বড়লেখায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও ইভটিজিং এর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিষয়ক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘আমার পুলিশ দিয়ে কোনো মানুষ অন্যায়ভাবে যেনো ক্ষতিগ্রস্ত না হয়। আমার পুলিশ দ্বারা যদি জনগনের কোনো ক্ষতির খবর পাই; তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সকল মানুষ দূরের জেলা সদরে আমার কাছে অনেক সময় যেতে পারবে না। তাই থানা হবে জনগনের আশ্রয়স্থল, জনগনের সেবা কেন্দ্র।’

পুলিশ সুপার মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ‘হয় মাদক ছাড়ো; না হয় মৌলভীবাজার ছাড়ো। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।’

সকল অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার কাজ চলছে জানিয়ে পুলিশ সুপার আরও বলেন, ‘অপরাধীদের তালিকা করা হচ্ছে। এক্ষেত্রে জনগণের সহযোগিতা খুব প্রযোজন। জনগনের কাছে তালিকা দেওয়া হবে। যাতে জনগণের সহায়তায় ‌দ্রুত সময়ে অপরাধীদের সনাক্ত করা যায়।’

তিনি বলেন, ‘থানার ওসিকে মাদকের বিষয়ে ফোন করে তথ্য জানাবেন। ওসি যদি ব্যবস্থা না নেন; আর ওই এলাকায় মাদকের বিস্তারের খবর পাওয়া যায় তাহলে ওসিকে জবাবদিহি করতে হবে।’

Bootstrap Image Preview