মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোরীয় উপদ্বীপকে পরমাণু নিরস্ত্রীকরণের লক্ষ্যে আবার আলোচনায় বসতে সম্মতি জানিয়েছে উত্তর কোরিয়া। বৈঠকটির জন্য এখনো কোনো স্থান নির্ধারণ না হলেও এটি চলতি মাসের শেষ দিকে হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। মূলত সেই ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মাথায় দুটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং।
দক্ষিণ কোরিয়ার চিপস অব স্টাফের বরাতে বার্তা সংস্থা 'রয়টার্স' জানায়, সোমবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকালে উত্তর কোরিয়ার পিয়নগান প্রদেশের দক্ষিণাঞ্চল থেকে ক্ষেপণাস্ত্র দুটিকে নিক্ষেপ করা হয়। তবে ধারণা করা হচ্ছে, নিক্ষেপ করা মিসাইলগুলো সবই স্বল্প মাত্রার।
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা বলেন, 'উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে আমরা সব সময়ই সতর্ক আছি। যুক্তরাষ্ট্র পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বিষয়টি নিয়ে আমাদের আঞ্চলিক মিত্রদের সঙ্গে প্রতিনিয়ত আলোচনা চলছে।'
এ দিকে সোমবার উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী চোই সোন হুই এক বিবৃতিতে বলেছেন, 'ওয়াশিংটনের নতুন মনোভাব দরকার পড়বে; তা না হলে আলোচনা ভেস্তে যাবে। আমি বিশ্বাস করতে চাই এতে উভয় পক্ষের স্বার্থ রক্ষা করবে এবং আমাদের কাছে গ্রহণযোগ্য হবে। এমন গাণিতিক পদ্ধতির ভিত্তিতে বিকল্প কিছু নিয়ে অগ্রসর হবে মার্কিন পক্ষ।'
অপর দিকে উত্তর কোরিয়ার আসন্ন বৈঠকের ঘোষণা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একই দিন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন। যেখানে তিনি বলেন, 'এ ধরনের বৈঠক ভীষণ আগ্রহ-উদ্দীপক। আমি সব সময়ই বলি আলোচনা ভালো কিছু করে, মন্দ কিছু নয়। দেখা যাক আগামীতে ঠিক কেমনটা হয়।'
যদিও মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেন, 'আমরা এখনো এ ধরনের কোনো বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করিনি। তাই বিষয়টি নিয়ে এখনই কোনো মন্তব্য ঠিক নয়।'