Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কলকাতার সেই রানু মণ্ডলকেও হার মানালেন বাংলাদেশের সুতপা মণ্ডল!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪৪ PM
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


কলকাতার রানাঘাটের গান গাওয়া রানু মণ্ডলকে নিয়ে বেশ হইচই হয়েছে। রেলস্টেশন থেকে তিনি এখন বলিউডের গায়ক। রানু মণ্ডল ওপার বাংলা মাতালেও তার ঢেউ রয়েছে এপারেও।

এবার এপার বাংলায়ও এক কিশোরীকে পাওয়া গেল, যিনি অসাধারণ গান গাইছেন একেবারে সাবলীলভাবে, কোনো বাদ্যযন্ত্র ছাড়াই। যা নজর কেড়েছে স্থানীয় বাসিন্দা ও সামাজিকমাধ্যম ব্যবহারকারীদের।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সাতক্ষীরা দর্পণ নামে ফেসবুকে পেজে কয়েকটি ভিডিও পোস্ট হয়। খালি গলায় সুতপার গাওয়া গান মোবাইল ফোনে ধারণ করে ওই ভিডিওগুলো ছাড়া হয়।

একটি ভিডিওর ক্যাপশনে সুতপার পরিচয়ে বলা হয়েছে, সাতক্ষীরার আশাশুনির কোদণ্ডা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী সুতপা। তার বাড়িও কোদণ্ডা গ্রামে। বাবার নাম মৃন্যাল মণ্ডল ও মায়ের নাম সুমনা মণ্ডল।

বিদ্যালয়ের একটি কক্ষে টিফিনের সময় শিক্ষকদের নির্দেশেই গানটি গায় সুতপা। আর সে গান রেকর্ড করে রঞ্জন সরকার নামে ওই বিদ্যালয়ের এক শিক্ষক ফেসবুকে আপলোড করেন।

ভিডিওতে সুতপা, উপমহাদেশের কিংবদন্তি শিল্পী লতা মুঙ্গেশকারের কালজয়ী ‘যারে যারে উড়ে যারে পাখি ফুরালো প্রাণের মেলা শেষ হয়ে এলো বেলা আর কেন মিছে তোরে বেঁধে রাখি’ গানটি হৃদয় দিয়ে গাইছে সে। এতটুকুও ভুল নেই সুরে। যেখানে যেভাবে সুর ঢেলে দিতে হবে ঠিক সেভাবেই গাইছে ওই স্কুলছাত্রী।

Bootstrap Image Preview