Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, মে ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অস্ত্রসহ মিয়ানমার বর্ডার গার্ডের চার সদস্যকে ফেরত দিল বিজিবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০৬:২৪ PM
আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০৬:২৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


কক্সবাজারের টেকনাফে অস্ত্র ও গোলাবারুদসহ আটক মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) চার সদস্যকে হস্তান্তর করা হয়েছে। বুধবার বেলা আড়াইটার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পতাকা বৈঠকে বিজিপির ওই সদস্যরা নিয়মবহির্ভূতভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে স্বীকার করে তাদের ফিরিয়ে নেয় মিয়ানমার।

এরা হলেন মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুর নাগকুড়া ব্যাটালিয়নের মেগচিং ক্যাম্পের ক্যাপ্টেন লি উইন কো মং (৩০), সার্জেন্ট ইয়ানাং তুন (৩১), সার্জেন্ট প্যায়াং গি (২৫) ও সিপাহী ক্য ক্য (২৮)।

বৈঠকে বাংলাদেশের পক্ষে ১২ সদস্য ও মিয়ানমারের পক্ষে ১০ সদস্যের প্রতিনিধি উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ, টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান। মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দেন বিজিপির ১ নং ব্যাটেলিয়নের অধিনায়ক কমান্ডিং অফিসার ক্য উইন।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট রাতে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া নাফ নদী থেকে বিজিপির ওই চার সদস্যকে আটক করে বিজিবি। এ সময় তাদের কাছে একটি স্পিডবোট, অস্ত্র ও গোলাবারুদও পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে তারা বিজিপি সদস্য বলে স্বীকার করে।

Bootstrap Image Preview