Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, মে ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্লাস্টিক-পলিথিন থেকে ডিজেল অকটেন উৎপাদন প্রকল্পের উদ্বোধন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩২ PM
আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


প্লাস্টিক ও পলিথিন থেকে ডিজেল ও পেট্রল উৎপাদন প্রকল্পের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

সোমবার বেলা সাড়ে ১১টায় ফতুল্লার পঞ্চবটি এলাকায় অবস্থিত জৈব সার উৎপাদন কেন্দ্রে এই প্রকল্পের উদ্বোধন করা হয়।

এর মাধ্যমে প্রতিদিন নারায়ণগঞ্জ শহরের ৫০০ কেজি পলিথিন পুড়িয়ে ডিজেল ও পেট্রল উৎপাদন করা হবে।

উদ্বোধনের পর সেলিনা হায়াৎ আইভী বলেন, ছোটবেলায় শুনতাম ছাই থেকে নাকি স্বর্ণ পাওয়া যেত। এখন দেখি সত্যি সত্যি ছাই দিয়েও টাকা ইনকাম করা যায়। নতুনভাবে এই প্রকল্পের শুরু করলাম, আপাতত ৫০০ কেজি পলিথিন পুড়িয়ে এই জ্বালানি উৎপাদন করা হবে। দেশের মধ্যে প্রথম বড় পরিসরে এই প্রকল্পের কাজ শুরু করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা এএফএম এহতেশামুল, প্যানেল মেয়র আফসানা আফরো বিভা, মেঘা অর্গানিক বাংলাদেশের স্বত্বাধিকারী মিজানুর রহমান, মনোয়ারা বেগম, আয়শা আক্তার দিনা, হোসনে আরা বেগম, শিউলি নওশাদ, ৫নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিল, ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, ১১নং ওয়ার্ড কাউন্সিলর জমসের আলী ঝন্টু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, ১৪নং কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, ১৫নং কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, ১৭নং কাউন্সিলর আব্দুল করিম বাবু, ১৮নং কাউন্সিলর কবির হোসাইন, ১৯নং কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ মো. সাগর, সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. শেখ মোস্তফা আলী, পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হোসেন ও পরিচ্ছন্ন পরিদর্শক শ্যামল পালসহ বিভিন্ন পর্যায়ের কর্মককর্তারা।

Bootstrap Image Preview