Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জামালপুরের নতুন ডিসি বললেন, আমার দরজা সারাক্ষণ খোলা থাকবে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০১৯, ০৭:৪৬ PM
আপডেট: ২৮ আগস্ট ২০১৯, ০৭:৪৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


জামালপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগদান করে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন মোহাম্মদ এনামুল হক। বুধবার (২৮ আগস্ট) মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি সাফ জানিয়ে দেন, আমারা দরজা সারাক্ষণ খোলা থাকবে।

এ সময় তিনি বলেন, সরকার আমাদের বিদেশ থেকে প্রশিক্ষণ দিয়ে এনেছেন। দেশ আমাদের পিছনে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করেছে জনগণের সেবা করার জন্য। জাতির পিতা বলেছেন, তোমাদের দায়িত্ব হচ্ছে জনগণের সেবা করা। সেই সেবা করতেই আমি এসেছি।

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকার, জামালপুর প্রেসক্লাবে সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সমকাল ও চ্যানেল ২৪ এর আনোয়ার হোসেন মিন্টু, সময় টেলিভিশনের জাহাঙ্গীর আলম, প্রথম আলোর আব্দুল আজিজ ও আজিজুর রহমান ডল প্রমুখ বক্তব্য রাখেন।

ডিসি আরো বলেন, আমি প্রতি সপ্তাহে একদিন করে সাধারণ মানুষের সাথে গণশুনানি করবো।

জেলার উন্নয়নে নতুন ডিসি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে উন্নয়ন করছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ জনগণের সেবা দিতে হবে।

Bootstrap Image Preview