Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রাথমিক শিক্ষকদের ২৫ কোটি টাকা উপহার দিলেন প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০১৯, ০৬:৫১ PM
আপডেট: ২৮ আগস্ট ২০১৯, ০৬:৫১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টে ২৫ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবনে অনুদানের চেক প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল এবং পদাধিকার বলে অবসর ও কল্যাণের সভাপতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো: সোহরাব হোসাইন উপস্থিত ছিলেন।

এদিন বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের ফান্ডেও ২৫ কোটি টাকা করে দুটি চেক দিয়েছেন প্রধানমন্ত্রী। গণভবনে অবসর সুবিধা বোর্ডের সদস্য-সচিব অধ্যক্ষ শরীফ আহমদ সাদী ও কল্যাণট্রাস্টের সদস্য-সচিব অধ্যক্ষ মো: শাহজাহান আলম সাজু চেক গ্রহণ করেন।

Bootstrap Image Preview