পাবনায় রাকিব (৭) নামের এক শিশুকে ইকরাম (২২) নামের এক যুবক বলাৎকার করেছে।
বুধবার (৭ আগস্ট) ঘটনাটি ঘটেছে সদর উপজেলার শ্রীকোল গ্রামে।
শিশু রাকিব শ্রীকোল গ্রামের কাঠ মিস্ত্রী কুরবান আলীর ছেলে এবং ১ম শ্রেণির ছাত্র। অভিযুক্ত ইকরাম একই গ্রামের ইনতাজের ছেলে। রাকিবকে গুরুতর অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুটির বাবা কুরবান আলী তার ছেলের বরাত দিয়ে জানান, সন্ত্রাসী ইকরাম শিশু রাকিবকে মুখ বেঁধে পাটক্ষেতে নিয়ে বলাৎকার করে। এতে শিশুটির মলদার ফেটে যায় এবং রক্তক্ষরণ হতে থাকে।
কুরবান আলী আরো জানান, ছেলেটি আহতাবস্থায় বাড়ি আসার পর তার মা ছেলেকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করেন। বুধবার সন্ধ্যা পর্যন্ত শিশুটিকে অন্যান্য চিকিৎসার পাশাপাশি শরীরে রক্ত দেয়া হচ্ছিল।
শিশুটির মা-বাবা অভিযোগ করে বলেন, সন্ত্রাসী ইকরাম আমাদের শিশুটিকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। এমনকি আমাদেরকেও প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক জানান, এ ব্যাপারে শিশুটির বাবা বাদি হয়ে সদর থানায় মামলা করেছেন। আসামি ইকরামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।