Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মৌলভীবাজারে ভাল্লুকের আক্রমণে যুবকের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ আগস্ট ২০১৯, ১০:৪৫ PM
আপডেট: ০১ আগস্ট ২০১৯, ১০:৪৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মৌলভীবাজারের জুড়ী উপজেলার পুটিছড়া বিটে বাঁশ মহালে বন্য ভাল্লুকের আক্রমণে আব্দুল খান (৩০) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে নিহতের লাশ উদ্ধার করেছে জুড়ী থানা পুলিশ।

নিহতের পরিবার, স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর বড় ডহর গ্রামের তৈয়ব খানের ছেলে কাঠুরে আব্দুল খান গত বুধবার পুটিছড়া বাঁশ মহালে যান।

বিকেল গড়িয়ে রাত হলেও বাড়িতে ফিরেননি আব্দুল খান। পরিবারের লোকজন রাতেই বিষয়টি জুড়ী থানা পুলিশকে অবহিত করে এবং লাশের খোঁজে বনে তল্লাশি চালায়। রাতেই বনের মধ্যে লাশ খোঁজে পান পরিবারের লোকজন। বৃহস্পতিবার সকালে আব্দুল খানের লাশ উদ্ধার করে জুড়ী থানায় নিয়ে আসে পুলিশ।

জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গির হোসেন সরদার জানান, বনবিভাগের লোকজন আব্দুল খানের মৃত্যু কালো ভাল্লুকের আক্রমনে হয়েছে বলে নিশ্চিত করেছে। মানুষের শরীরের নরম অংশ খায় কালো ভাল্লুক। নিহতের ঠোঁট ও কান বন্যপ্রাণী খেয়ে ফেলেছে। বাঁশ মহালে কালো ভাল্লুকের বিচরণ থাকতে পারে।

তিনি আরও জানান, লাশের ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Bootstrap Image Preview