Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাড়ি থামিয়ে ক্রিকেট খেললেন ইউএনও, চিনলেন না কেউই!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ আগস্ট ২০১৯, ১০:০০ PM
আপডেট: ০১ আগস্ট ২০১৯, ১০:০০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বৃহস্পতিবার বিকাল ৪টা। চাটমোহর পৌর শহরের দোলবেদীতলা এলাকা দিয়ে উপজেলার ছাইকোলা গ্রামের উদ্যেশে গাড়িতে করে যাচ্ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার অসীম কুমার। গাড়িটি যখন স্বর্ণকার পট্টি দিয়ে অতিক্রম করছিলেন তখনই ইউএনওর চোখ পড়ে ছোট্ট একটি ঝাড়ে। সেখানে দেকতে পান ক্ষুদে শিশু-কিশোরা ক্রিকেট খেলছেন।

ইউএনও তার গাড়িটি দাঁড় করিয়ে নেমে পড়েন শিশু-কিশোরদের সঙ্গে ক্রিকেট খেলার জন্য। আর এসময় তার শিশুসুলভ আচরণে সকলেই হতবাক হন। ধীরে ধীরে জরো হতে থাকেন স্থানীয় লোকজন।

প্রথম দিকে ক্ষুদে খেলোয়াড়রা ইউএনওকে চিনতে পারেনি। পরে তিনি তার পরিচয় দেন এবং প্রায় আধাঘণ্টা ধরে তিনি শিশু-কিশোরদের সঙ্গে খেলাধুলা করেন।

পরে তাদের হাতে উপহার হিসেবে তুলে দেন ব্যাট, বল, স্ট্যাম্প, হ্যান্ড গ্লাভসসহ নানা ক্রীড়া সরঞ্জাম। এ ছাড়া শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহ দিতে অভিভাবকদের উদ্দেশে নানা পরামর্শও দেন তিনি।

ইউএনও সরকার অসীম কুমার বলেন, ছোট্ট ছোট্ট শিশু-কিশোরদের খেলা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ছিল। তাই তাদের উৎসাহ দিতে কিছুক্ষণ খেলেছি। পড়াশোনার পাশাপাশি শিশুদের খেলাধুলায় উৎসাহ না দিলে তারা নানা অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে যেতে পারে। তাই প্রতিটি অভিভাবকের উচিত তাদের সন্তানদের খেলাধুলার প্রতি উৎসাহ দেয়া।

Bootstrap Image Preview