Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ আগস্ট ২০১৯, ০৯:৪৪ AM
আপডেট: ০১ আগস্ট ২০১৯, ০৯:৪৪ AM

bdmorning Image Preview


মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে ওই রুটে ১৩টি ফেরি চলাচল বন্ধ আছে। শিমুলিয়া ঘাট এলাকায় শতাধিক গাড়ি পারের অপেক্ষায় আছে।

নাব্য সংকটের কারণে বুধবার রাত ১২টার পর থেকে নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক মো. নাসির জানান, নাব্য সংকট ও প্রবল স্রোতের কারণে অনেকদিন ধরে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছিলো। পলি জমার কারণে পদ্মানদীর বিভিন্ন স্থানে ডুবোচরের সৃষ্টি হয়েছে।

এ কারণে রাত ১২টা থেকে ফেরিগুলো চলাচল করতে পারছে না। ফেরি চলাচলের জন্য পর্যাপ্ত গভীরতা নেই নৌরুটে। ওই রুটে ১৩টি ফেরি চলাচল বন্ধ আছে। শিমুলিয়া ঘাট এলাকায় শতাধিক গাড়ি পারের অপেক্ষায় রয়েছে।

Bootstrap Image Preview