Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কঠোর আন্দোলনের হুশিয়ারি সহকারী শিক্ষকদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জুলাই ২০১৯, ১০:০৯ PM
আপডেট: ৩১ জুলাই ২০১৯, ১০:০৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


গত মঙ্গলবার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকদের গ্রেড পরিবর্তনের প্রস্তাবনা চূড়ান্ত করে অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবনায় সহকারী শিক্ষকদের ১২তম গ্রেডে উন্নীত করার সুপারিশ করা হয়েছে বলে খবর বেরিয়েছে। তবে এটি মানবেন না বলে জানিয়েছে সহকারী শিক্ষকরা। আর এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দিয়েছে তারা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন গণমাধ্যমকে বলেছেন, সহকারী শিক্ষকদের বর্তমান ১৪তম গ্রেডের পরিবর্তে ১২তম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ১১তম গ্রেডের পরিবর্তে দশম গ্রেডে উন্নীত করতে একটি প্রস্তাবনা তৈরি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দ্রুত এটি বাস্তবায়ন করা হবে। এখন শিক্ষা ও অর্থ এ দুই মন্ত্রণালয় সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

তবে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, ‘গণমাধ্যমে খবর দেখে মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। তবে সেখানে থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি। এ ধরণের সিদ্ধান্ত নিলে আমরা কখনোই মানব না। কারণ এতে বৈষম্য থেকে যাবে। আমাদেরকে ১১তম গ্রেডে বেতন দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের বিকল্প থাকবে না।’

এই শিক্ষক নেতা বলেন, ‘আমরা বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। তবে এখনো বিস্তারিত জানতে পারিনি। নিশ্চিত হলেই কঠোর আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

বেতন গ্রেড বৃদ্ধির দাবি দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছেন শিক্ষকরা। বর্তমানে দ্বিতীয় শ্রেণির গ্রেড নিয়ে ১১তম গ্রেডে বেতন পাচ্ছেন প্রধান শিক্ষকরা। দ্বিতীয় শ্রেণির অন্য সব চাকরিজীবী দশম গ্রেডে বেতন পান। এ দুই বিষয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা আন্দোলন করছেন। প্রায় চার বছর ধরে করা শিক্ষকদের এ দাবির বাস্তবায়ন হতে চলেছে বলে জানিয়ে সংশ্লিষ্ট সূত্র।

Bootstrap Image Preview