Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডেঙ্গু আক্রান্ত হওয়ার আশঙ্কায় থানায় জিডি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জুলাই ২০১৯, ০৪:১০ PM
আপডেট: ৩১ জুলাই ২০১৯, ০৪:১০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নিজ এলাকায় মশার ওষুধ না ছিটানোয় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২নং ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মিরপুরের কালশী এলাকার এক বাসিন্দা। ওই ডায়েরিতে ডেঙ্গু আক্রান্ত হওয়ার আশংকা প্রকাশ করেন তিনি।  

বুধবার (৩১ জুলাই) ইউসুফ আহম্মেদ (৩৮) নামে ওই ব্যক্তি রাজধানীর পল্লবী থানায় এ সাধারণ ডায়েরি করেন।

সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, পল্লবীর বি-ব্লকের কালশী এলাকায় দীর্ঘ তিন বছরেও মশার কোনো ওষুধ ছিটানো হয়নি।

তিনি আরও জানান, নিয়মিত বাড়ির হোল্ডিং ট্যাক্স প্রদান করলেও সিটি করপোরেশন থেকে যে ধরনের নাগরিক সুবিধা পাওয়ার কথা ছিল তা পাচ্ছেন না তিনি।

বর্তমান কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর আর কোনো সুযোগ সুবিধা পাননি। বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় মশার ‍ওষুধ না ছিটানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরিবারের সদস্যদের নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কাউন্সিলরকে মোবাইলে অবহিত করলেও তিনি কোনো ব্যবস্থা নেননি বলে থানায় করা ডায়েরিতে উল্লেখ করেন কালশীর ওই বাসিন্দা।

Bootstrap Image Preview