Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢামেকে ডেঙ্গু আক্রান্ত আরো ১ রোগীর মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জুলাই ২০১৯, ০২:২৬ PM
আপডেট: ৩১ জুলাই ২০১৯, ০২:২৬ PM

bdmorning Image Preview


ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রবিউল ইসলাম রাব্বি নামের আরো এক ডেঙ্গু আক্রান্ত রোগী মারা গেছেন। নিহত রবিউল রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ার স্যামসাং সার্ভিস সেন্টারে চাকরি করতেন। 

আজ বুধবার দুপুর ১২টার দিকে ঢামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. নন্দিতা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রবিউলের বাবা আমিরুল ইসলাম জানান, দুই সন্তানের মধ্যে রাব্বি বড়। নয় দিন আগে রবিউলের জ্বর হয়। এরপর তিন দিন বাসায় ছিলেন তিনি। পরে তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

হাসপাতালের আইসিইউতে রবিউলের অবস্থার অবনতি হলে আজ সকালে চিকিৎসকরা তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখান থেকে পরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে ঢামেক হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে।

Bootstrap Image Preview