Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঈদুল আজহার আগেই শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার আশ্বাস বিজিএমইএ নেতদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জুলাই ২০১৯, ১১:৪০ AM
আপডেট: ৩১ জুলাই ২০১৯, ১১:৪০ AM

bdmorning Image Preview


বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদনকারী ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) নেতারা ঈদুল আজহার আগেই শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার আশ্বাস দিয়েছেন।

বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তারা এ প্রতিশ্রুতি দেন।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে বিজিএমইএ’র সভাপতি ড. রুবানা হক বলেন, ‘শ্রমিকরা ঈদুল ফিতরের আগে বেতন ও  বোনাস পেয়েছিল। আশা করি, ঈদুল আজহার আগে সব পোশাক শ্রমিক তাদের বেতন ও উৎসব ভাতা পাবেন।’

বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফ করেন।

বিজিএমইএ’র নবনির্বাচিত নেতারা বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাদেরকে অভিনন্দন জানান এবং তরুণ প্রজন্ম থেকে উদ্যোক্তা তৈরির প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

রাষ্ট্রপতির উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব বলেন, ‘তরুণ প্রজন্ম খুবই মেধাবী। তরুণ প্রজন্মের উদ্যোক্তাদের তৈরি করতে কার্যকর পদক্ষেপ নিন।’
তিনি, দেশ ও জনগণের উন্নতির জন্য বিএমজিইএর প্রতিনিধিদের নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরি করতে বলেন।

তৈরি পোশাক (আরএমজি) খাতের অবদানের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশি পণ্য এরই মধ্যে বিশ্ব বাজার থেকে আয় করেছে। পণ্যগুলো বিশ্বব্যাপী খ্যাতি অর্জনের পাশাপাশি প্রদর্শিত এবং বিক্রি হচ্ছে।এর বাণিজ্যিক সম্ভাবনা ক্রমশ বাড়ছে।

ডা. রুবানা হক বিজিএমইএর প্রথম মহিলা সভাপতি। তিনি বিজিএমইএর ৩৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। খবর বাসস।

Bootstrap Image Preview