Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রোহিঙ্গা সংকট সমাধানে মধ্যস্থতা করতে চায় জাপান: পররাষ্ট্রমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জুলাই ২০১৯, ১০:৩৮ PM
আপডেট: ৩০ জুলাই ২০১৯, ১০:৩৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, রোহিঙ্গা সংকট সমাধানে ঢাকা-নেপিদোর মধ্যে জাপান মধ্যস্থতা করতে চায়। 

মঙ্গলবার (৩০ জুলাই) জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনোর সঙ্গে এক বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশ-জাপান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে ঢাকা-নেপিদোর মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে জাপান। টোকিওতে বাংলাদেশ-মিয়ানমারকে নিয়ে এ বিষয়ে আলোচনা করতে চায়।

তবে বাংলাদেশ তাদের এ প্রস্তাব বিবেচনা করবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে সোমবার রাতে ঢাকা সফরে আসেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী। পরে সকালে তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। বিকেলে ঢাকায় ফিরে জাপানের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে বসেন।

বুধবার জাপানের পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

Bootstrap Image Preview