Bootstrap Image Preview
ঢাকা, ১২ রবিবার, মে ২০২৪ | ২৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বরিশালে ডেঙ্গু আক্রান্ত আরো ২ জনের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জুলাই ২০১৯, ১২:২২ PM
আপডেট: ৩০ জুলাই ২০১৯, ১২:২২ PM

bdmorning Image Preview


ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশালে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- আসলাম খান (২৪) ও সোহেল (১৮)।

আজ মঙ্গলবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিমে) হাসপাতালে চিকিৎসাধীন থেকে তাদের মৃত্যু হয়।

মৃতদেহ মধ্যে আসলাম খান বরিশালের বাকেরগঞ্জের শ্যামপুর এলাকার নাসির খানের ছেলে ও সোহেল পিরোজপুর জেলার কাউখালী উপজেলার গোসনতারা এলাকার আদম আলীর ছেলে।

শেবাচিমের পরিচালক ডা. বাকির হোসেন জানান, আসলাম অসুস্থ অবস্থায় সোমবার রাত সাড়ে ৯টার দিকে শেবাচিম হাসপাতালে ভর্তি হয় এবং গভীর রাত সোয়া ৩টার দিকে তার মৃত্যু হয়।

সোহেলও সোমবার হাসপাতালে গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন থেকে রাতে তার মৃত্যু হয়।

এখন পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৬৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়। এর মধ্যে বর্তমানে ২৪ জন ভর্তি রয়েছে। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

Bootstrap Image Preview