Bootstrap Image Preview
ঢাকা, ১২ রবিবার, মে ২০২৪ | ২৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢামেকে ডেঙ্গু আক্রান্ত ৭ নারীর মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জুলাই ২০১৯, ১০:১৮ AM
আপডেট: ৩০ জুলাই ২০১৯, ১০:১৮ AM

bdmorning Image Preview


ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রিতা (২৮) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজে সাত রোগীর মৃত্যু হলো। মারা যাওয়া এসব রোগীর পাঁচজনই নারী।

সোমবার (২৯ জুলাই) ঢামেক হাসপাতালের জেনারেল আইসিইউতে মারা যাওয়া রিতার বাড়ি গাজীপুরে।

এ দিকে মশাবাহী এ রোগে যে সাতজনের মৃত্যু হয়েছে তার মধ্যে চলতি জুলাই মাসেই ছয়জন।

ঢামেকের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, রিতা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৬ জুলাই (শুক্রবার) ঢামেকে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে পরদিন ২৭ জুলাই (শনিবার) আইসিইউতে স্থানান্তর করা হয়।

এ নিয়ে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতালে সাতজন মারা গেছেন, যার মধ্যে পাঁচজনই নারী বলেও জানিয়েছেন ডা. নাসির উদ্দিন।

এ দিকে হাসপাতালটিতে এখন পর্যন্ত মারা যাওয়া রোগীরা হলেন- ফরিদপুরের রাবেয়া (৫০), আজমপুরের ফাতেমা (৪৩), এলিফেন্ট রোডের নাসিমা (৩৩), কামরাঙ্গীরচরের হাফিজা (৬১), ডেমরার রাজু (২০), লালবাগের ফরহাদ (৪৪) ও সবশেষে গাজীপুরের রিতা (২৮)।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এ বছরের জুলাই মাস পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ঢামেকে ভর্তি হয়েছেন মোট দুই হাজার ১১ জন, যার মধ্যে শুধু জুলাইয়ে ভর্তি হয়েছেন এক হাজার ৮৫৮ জন।

Bootstrap Image Preview