Bootstrap Image Preview
ঢাকা, ১১ শনিবার, মে ২০২৪ | ২৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডেঙ্গু মোকাবেলায় সমন্বয়ের অভাব: নাসিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জুলাই ২০১৯, ১০:৩৯ PM
আপডেট: ২৯ জুলাই ২০১৯, ১০:৩৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ঢাকা শহরে ডেঙ্গুর ব্যাপক বিস্তারের কারণে একটি আতঙ্ক ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। যেখানে প্রধানমন্ত্রীও উদ্বিগ্ন হয়েছেন। আমাদের কর্মকর্তারা এখন মাঠে নেমেছেন। ডেঙ্গু প্রতিরোধে কাজ শুরু হয়েছে ঠিকই, কিন্তু সমন্বয়ের অভাব রয়েছে। 

সোমবার (২৯ জুলাই)  দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে গণআজাদী লীগের উদ্যোগে আয়োজিত গুজব, ডেঙ্গু ও সামাজিক অবক্ষয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাসিম বলেন, প্রতিদিনই দেখছি ডেঙ্গু রোগী বাড়ছে, হাসপাতালে জায়গা নেই। এর বিরুদ্ধে সমন্বিত অভিযান শুরু করতে হবে। বিচ্ছিন্নভাবে কিছু করলে হবে না। এই এডিস মশা খুবই ভয়ঙ্কর, দেশের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে গেছে। এটা ঢাকার মধ্যে ছিল। এখন দেখা যাচ্ছে জেলা-থানা পর্যায়ে ছড়িয়ে যাচ্ছে।

তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করবো, আপনি ঢাকার দুই মেয়রকে সঙ্গে নিয়ে দ্রুততম সময়ের মধ্যে বসুন। একরুমে এক সঙ্গে বসে প্রতিদিনের কাজটি মনিটরিং করুন।

ঢাকা শহরের মশা নিধনে মাঠে নামতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে সাবেক এ স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজকে ঢাকার প্রতি ওয়ার্ডে যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা, ১৪ দলের নেতাকর্মী এবং কাউন্সিলররা যদি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জনগণের কল্যাণের মনোভাব নিয়ে মশক নিধনে অংশগ্রহণ করেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালায়, দেখবেন আগামী দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতি পরিবর্তন হয়ে যাচ্ছে।

গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সাম্যবাদী দলের সাধারণ সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া( বীরবিক্রম), সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম (এমপি), স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু (এমপি), জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, গণআজাদী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ খান আতা প্রমুখ বক্তব্য রাখেন।

Bootstrap Image Preview