Bootstrap Image Preview
ঢাকা, ১২ রবিবার, মে ২০২৪ | ২৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জেলা পর্যায়ে এনআইডি ছাপানো বন্ধ করল ইসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জুলাই ২০১৯, ০৯:৫১ PM
আপডেট: ২৯ জুলাই ২০১৯, ০৯:৫১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


কার্যক্রম শুরুর তিন মাসের মাথায়ই জেলা পর্যায়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাপানোর কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করল নির্বাচন কমিশন (ইসি)। 

সোমবার (২৯ জুলাই) টেকনিক্যাল’ সমস্যার কারণ দেখিয়ে এ কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। জেলা কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন এনআইডি অনুবিভাগের সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম। 

এতে বলা হয়েছে- ‘সব জেলা নির্বাচন অফিসকে জানানো যাচ্ছে যে, টেকনিক্যাল সমস্যার কারণে জেলা নির্বাচন অফিস থেকে হারানো কার্ড প্রিন্ট হচ্ছে না। তাই পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হারানো কার্ড প্রিন্ট করা বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 

এ ব্যাপারে কর্মকর্তারা বলেছেন, ‘টেকনিক্যাল’ সমস্যার কারণে এনআইডি সার্ভার ডাউন থাকায় মূলত এ সমস্যার সৃষ্টি হয়েছে। তবে এটা সাময়িক বলে জানিয়েছেন তারা।

এর আগে, গত ২০ এপ্রিল থেকে জেলা পর্যায়ে এনআইডি ছাপানোর শুরু করে নির্বাচন কমিশন। তবে এই সেবাটি কেবলমাত্র হারানো কার্ড বা নষ্ট হয়ে গেলে নতুন কার্ড উত্তোলনের ক্ষেত্রে দেওয়া হতো। নাগরিকদের ভোগান্তি কমাতে এই সেবাটি বিকেন্দ্রীকরণ করা হয়েছিল।

Bootstrap Image Preview