Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অনেক দেশ বাংলাদেশকে অনুসরণ করে: খাদ্যমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জুলাই ২০১৯, ০৮:২১ PM
আপডেট: ২৯ জুলাই ২০১৯, ০৮:২১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এ দেশকে উন্নয়নের চরম শিখরে নিয়ে গেছি। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। এখন অনেক দেশ বাংলাদেশকে অনুসরণ করে। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম না হলে, এই দেশ স্বাধীন হতো না।  

সোমবার (২৯ জুলাই) নওগাঁর ১৬ বিজিবির তত্ত্বাবধানে পরিচালিত সীমান্ত পাবলিক স্কুলের চলতি ২০১৯ শিক্ষাবর্ষে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। 

১৬ বিজিবি’র অধিনায়ক ও বিদ্যালয়ের সভাপতি লে. কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিজিবি রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল মুশফিকুর রহমান মাসুম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সাকলায়েন প্রমুখ বক্তব্য রাখেন।

পরে ১৬৯ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন এবং বিদ্যালয়ের ডিজিটাল হাজিরার উদ্ধোধন করেন।

Bootstrap Image Preview