Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতে পালানোর সময় বদির ভাতিজাকে ধরল পুলিশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই ২০১৯, ১০:৩৯ PM
আপডেট: ২৬ জুলাই ২০১৯, ১০:৩৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


অস্ত্র ও মাদকসহ একাধিক মামলার আসামি শাহজাহান নামে এক পাসপোর্ট যাত্রীকে ভারতে যাওয়ার সময় গ্রেফতার করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। শাহজাহান কক্সবাজার জেলার টেকানাফ থানার লেংগোবিল গ্রামের জাফর আহম্মেদের ছেলে এবং বিতর্কিত সাবেক এমপি আব্দুর রহমান বদির ভাইয়ের ছেলে।

বেনাপোল ইমিগ্রেশনের সেকেন্ড অফিসার খায়রুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত শাহজাহানের নামে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। তার বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। সে বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারত যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে বেনাপোল পোর্ট থানায় পাঠানো হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি আবু সালেহ মাসুদ করিম বলেন, শাহজাহানের পাসপোর্ট ব্লক ছিল। তাই ইমিগ্রেশন তাকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। সে কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদির ভাতিজা। এ ছাড়া সে টেকনাফ থানা শ্রমিক লীগের সভাপতি।

যশোরের নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান বলেন, যদি কারো পাসপোর্টে বিদেশ গমনে বাধা থাকে তবে সে বিদেশ যেতে পারবে না। সে অনুযায়ী ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করেছে।

Bootstrap Image Preview