Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডেঙ্গু কেড়ে নিল ডা. তানিয়ার প্রাণ, মাকে হারিয়ে কাঁদছে শিশু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই ২০১৯, ০৯:৩৬ PM
আপডেট: ২৬ জুলাই ২০১৯, ০৯:৩৬ PM

bdmorning Image Preview


ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. তানিয়া সুলতানা মারা গেছেন।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দিবাগত রাতে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেলের আইসিইউতে তিনি মৃত্যুবরণ করেন।

ডাক্তারদের এসোসিয়েশন (ড্যাব)-এর সিলেট জেলার সাধারণ সম্পাদক ডা. শাকিল রহমান জানান, ডা. তানিয়া সুলতানা সিলেট ওসমানী মেডিকেল কলেজের ৪৭ ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন। শিশুরোগ বিষয়ে এফসিপিএস পার্ট-১ পাস করে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে ট্রেনিংয়ে ছিলেন তিনি।

ডেঙ্গু শক সিন্ড্রোমে উইথ মাল্টি অর্গান ফেইল্যরে আক্তান্ত হয়ে চার দিন থেকে চিকিৎসারত ছিলেন তানিয়া সুলতানা।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দিবাগত রাতে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেলের আইসিইউতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

ডা. তানিয়া সুলতানার তিন বছরের একটি শিশু সন্তান রয়েছে। মাকে হারিয়ে কাঁদছে শিশুটি। তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা যেন কারও নেই।

তানিয়ার মৃত্যুতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ চিকিৎসক সমাজে এখন বইছে শোকের ছায়া।

Bootstrap Image Preview