Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কারাগারে নির্ঘুম রাত কাটছে মিন্নির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই ২০১৯, ০৬:৩৩ PM
আপডেট: ২৬ জুলাই ২০১৯, ০৬:৩৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বরগুনার রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে কারাগারে থাকা স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি কারাগারে কেমন আছেন তা জানিয়েছেন বরগুনা সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. হাবিবুর রহমান। 

শুক্রবার (২৬ জুলাই) সকালে জেল থেকে বেরিয়ে তিনি সাংবাদিকের জানান, মিন্নি তেমন কোনো গুরুতর অসুস্থ নয়। একটু শারীরিক ব্যথা-বেদনা থাকতে পারে।

এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তাই মানসিকভাবে একটু চাপে আছে। ভয়ের কিছু নেই, দুশ্চিন্তা করার কিছু নেই। তিনি অনেক ভালো আছেন। তবে তার ঘুম কম হচ্ছে।

মিন্নিকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে সাংবাদিকের ডা. হাবিবুর রহমান বলেন, না তেমন কোনো কিছু দেখা যায়নি। তাছাড়া মিন্নিও তেমন কিছুই বলেননি। 

সকালবেলা যেহেতু জেলখানার কিছু নিয়ম-কানুন আছে, সেহেতু সকালে তিনি ঘুমাতে পারেন না। আমরা কারা কর্তৃপক্ষকে অনুরোধ করেছি, উনি যতটুকু রেস্ট নিতে চান, তিনি যেন তা নিতে পারেন।

জেল কর্তৃপক্ষও সেটা দেখবেন বলে জানিয়েছেন। আমাদের সঙ্গে মহিলা ডাক্তারও ছিলেন। মিন্নির পরিবারের দুশ্চিন্তার কোনো কারণ নেই।

এদিকে গত বুধবার বরগুনা জেলা কারাগারে মিন্নির সঙ্গে সাক্ষাতের পর তার আইনজীবী অ্যাডভোকেট মো. মাহবুবুল বারী আসলাম দাবি করেছিলেন, মিন্নি শারীরিকভাবে অসুস্থ।

তিনি বলেছিলেন, মিন্নি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। মিন্নি জানিয়েছেন, তাকে জোর-জবরদস্তি করা হয়েছে এবং নির্যাতন করা হয়েছে। তার শরীরে এখনো ব্যথা রয়েছে। মিন্নির চিকিৎসার দরকার হলে কারা কর্তৃপক্ষ তার চিকিৎসার ব্যবস্থা করবেন বলে জেলার জানিয়েছেন।

গত ১৬ জুলাই সকালে বরগুনার মাইঠা এলাকার বাবার বাসা থেকে মিন্নিকে জিজ্ঞাসাবাদের জন্য বরগুনার পুলিশ লাইনে নেওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদে রিফাত হত্যাকাণ্ডে মিন্নির সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায় ওইদিন রাত ৯টার দিকে মিন্নিকে গ্রেপ্তার দেখায় পুলিশ। পরে রিমান্ডে নেয় পুলিশ।

আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় এখন পর্যন্ত ১৬ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে মিন্নিসহ ১৩ জন রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এছাড়া এ মামলার দুজন অভিযুক্ত রিমান্ডে রয়েছেন। আর এ মামলার প্রধান অভিযুক্ত নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

Bootstrap Image Preview