Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার ডেঙ্গু কেড়ে নিল আরও এক চিকিৎসকের প্রাণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই ২০১৯, ০৪:৫৪ PM
আপডেট: ২৬ জুলাই ২০১৯, ০৪:৫৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজন চিকিৎসকের প্রাণ গেলো।  তার নাম ডা. তানিয়া সুলতানা। তিনি ঢাকা মেডিকেল কলেজে এফসিপিএস পার্ট-২ এর শিক্ষার্থী ছিলেন। 

বৃহস্পতিবার (২৫ জুলাই)রাতে রাজধানীর ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বুধবার প্রথমে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ওইদিনই তাকে স্থানান্তর করা হয় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিলেটের সাধারণ সম্পাদক ডা. শাকিল রহমান।

তিনি জানান, ডা. তানিয়া ওসমানী মেডিকেল থেকে এমবিবিএস শেষ করে ঢাকা মেডিকেলে এফসিপিএস শেষ পর্বের শিক্ষার্থী ছিলেন। তিনি রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় থাকতেন।

এর আগে, হবিগঞ্জের সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন হাজরা ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা যান।

Bootstrap Image Preview