Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘দেশে বিদ্যুৎ থাকবে না’ এমন গুজব থেকে সতর্ক থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জুলাই ২০১৯, ০৩:২৪ PM
আপডেট: ২৫ জুলাই ২০১৯, ০৩:২৮ PM

bdmorning Image Preview


‘দেশে বিদ্যুৎ থাকবে না’ এমন গুজব থেকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়য়ের সিনিয়র তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন জানান,  দেশে  বিদ্যুৎ না থাকার তথ্য পুরোপুরি গুজব এবং সম্পূর্ন ভিত্তিহীন।

তিনি জানান, কোন একটি মহল অসদুদ্দেশ্যে দেশে বিদ্যুৎ থাকবে না বলে বিভিন্ন মাধ্যমে গুজব রটাচ্ছে।

তিনি আরো জানান, চাহিদার বিপরীতে গতকাল পিক আওয়ারে গ্রস বিদ্যুৎ উৎপাদন ছিল ১১৬৪০ মেগাওয়াট। কোথাও লোড শেডিং ছিল না। আজ বা আগামীকাল বা অন্যান্য দিনও চাহিদানুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা হবে। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২২০৫১ মেগাওয়াট। দেশে বন্যা সত্ত্বেও তেমনভাবে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে না; আগামীতেও বিদ্যুৎ সরবরাহে কোন সমস্যা হবে না।

গুজব রটানোকারিদের বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

Bootstrap Image Preview