Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার প্রিয়া সাহার পাশে দাঁড়াল ‘জাগো হিন্দু’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জুলাই ২০১৯, ০৯:০০ PM
আপডেট: ২০ জুলাই ২০১৯, ০৯:০০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অদ্ভূত অভিযোগ করা প্রিয়া সাহার পক্ষ নিয়েছেন ‘জাগো হিন্দু’ নামের একটি বাংলাদেশি ফেসবুক গ্রুপ। ব্যাপক সমালোচনায় থাকা প্রিয়া সাহার পক্ষ নিয়ে গত রাত ২ টায় গ্রুপটিতে একটি পোস্ট দেয়া হয়।

এর আগে প্রিয়া ট্রাম্পের কাছে অভিযোগ করেন, বাংলাদেশ প্রায় ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান নিখোঁজ রয়েছেন। দয়া করে আমাদের সাহায্য করুন।

‘জাগো হিন্দু’ গ্রুপটির ওই পোস্টে বলা হয়েছে, ‘বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে কাজ করা মানবাধিকারকর্মী শ্রীমতি প্রিয়া সাহা গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করে যেসব তথ্য দিয়েছেন তার সাথে জাগো হিন্দু সহমত পোষণ করে।’

‘প্রিয়া সাহা মিলিয়ন ও বিলিয়ন শব্দে গিয়ে ভুল করে ফেলেছেন। কারণ আমরা বাঙালিরা লক্ষ-কোটি শব্দ বেশি ব্যবহার করি। সেক্ষেত্রে শ্রীমতি প্রিয়ার অনিচ্ছাকৃত ভূল তথ্য ‘৩০ মিলিয়ন’ শব্দটি ব্যতিত তার বাকি সম্পূর্ণ বক্তব্যের সাথে আমরা সহমত পোষণ করি।’

‘ইতিমধ্যে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আমাদের শ্রদ্বেয় ব্যক্তিত্ব শ্রী রানা দাসগুপ্ত স্যার ও জাগো হিন্দুর সাধারণ সম্পাদক শ্রী সিদ্ধার্থ বসু সিধু শ্রীমতি প্রিয়া সাহার বক্তব্যের সাথে সহমত পোষণ করেছেন। তাই দেশের সকল সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের উচিত প্রিয়া সাহার পাশে দাঁড়ানো। আজ যদি আপনারা মেরুদণ্ড সোজা করে প্রিয়ার পক্ষে না দাঁড়াতে পারেন তবে আর কোনদিন আপনারা এদেশে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবেন না।’

Bootstrap Image Preview