Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘সরল বিশ্বাস’ নিয়ে কোনো মন্তব্য করতে চান না দুদক চেয়ারম্যান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জুলাই ২০১৯, ০৩:২৮ PM
আপডেট: ২০ জুলাই ২০১৯, ০৩:২৮ PM

bdmorning Image Preview


জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে সরকারি কর্মকর্তাদের ‘সরল বিশ্বাস’ নিয়ে দেওয়া বক্তব্যের বিষয়ে কোনো মন্তব্য করতে চান না দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

তিনি বলেন, ডিসি সম্মেলন শেষে আমি যে কথা বলেছি, আপনাদের কাছে তার ক্লিপ আছে। আপনারা দেখবেন আমি কোথাও দুর্নীতির শব্দ উচ্চারণ করিনি। তাই এই বিষয় নিয়ে আমি ব্যাখ্যা দিতেও প্রস্তুত নই।

শনিবার (২০ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন দুদক চেয়ারম্যান।

‘দুর্নীতি দমন আইন ও বিচার বিভাগের ভূমিকা’ শীর্ষক এই সেমিনারে হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের সভাপতি মনজিল মোরসেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম, বিচাপতি মো. নিজামুল হক ও সাবেক আইন মন্ত্রী আবদুল মতিন খসরু।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যারিস্টার হাসান এম এস আজিম।

Bootstrap Image Preview