Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রোহিঙ্গাদের জন্য জাল পাসপোর্ট তৈরি চক্রের ১৩ সদস্য আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জুলাই ২০১৯, ১২:৪৩ PM
আপডেট: ১৯ জুলাই ২০১৯, ১২:৪৭ PM

bdmorning Image Preview


রাজধানীর কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে রোহিঙ্গাদের জন্য তৈরি জাল পাসপোর্ট চক্রের ১৩ জনকে আটক করেছে র‌্যাব। এ জাল পাসপোর্ট দিয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা কৌশলে পাসপোর্ট তৈরি করে বিদেশে পাড়ি দেয়ার চেষ্টা চালাচ্ছিল।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকালে সংবাদ পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় র‌্যাব-১০ এর একটি বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আশরাফুল হক বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এই চক্রটি রোহিঙ্গাদের কাছ থেকে টাকা নিয়ে তাদের জাল কাগজপত্র, ভিসা ও পাসপোর্ট তৈরি করে বাংলাদেশি নাগরিক পরিচয় দিয়ে মালয়েশিয়া ও মধ্য প্রাচ্যের বেশ কয়েকটি দেশে পাঠাত। দক্ষিণ কেরানীগঞ্জের হাজী নূর হোসেন বেপারি ঘাট এলাকায় আমাদের অভিযান এখনো চলমান রয়েছে।

তিনি বলেন, অভিযানে ২ জন রোহিঙ্গাকেও আটক করা হয়েছে। তারা এই চক্রের মাধ্যমে নকল পাসপোর্ট বানিয়ে বিদেশে যেতে চেয়েছিল। ২৫১টি পাসপোর্ট উদ্ধার করা হয়। এছাড়া পাচারকারী চক্রের সঙ্গে পাসপোর্ট অফিসের কেউ অথবা ইমিগ্রেশনের কেউ জড়িত আছে কিনা তাও তদন্ত করে দেখা হবে।

Bootstrap Image Preview