Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পুরান ঢাকায় ভবন ধস, আটকে পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯, ০৫:৫৭ PM
আপডেট: ১৭ জুলাই ২০১৯, ০৫:৫৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পুরান ঢাকার পাটুয়াটুলীতে একটি পুরনো দোতলা ভবন ধসে পড়েছে। বুধবার দুপুরে সদরঘাটের কাছে সুমনা হাসপাতালের পাশের ছয় নম্বর লেইনের ওই ভবনটি ধসে পড়ে।

এঘটনায় একজন ফল ব্যবসায়ী ও তার ছেলে ভবনের নীচে আটকা পড়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। খবর পেয়েই সেখানে উদ্ধার কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিস।

ফায়ার ব্রিগেডের জ্যেষ্ঠ স্টেশন ম্যানেজার মোহাম্মদ আলী বলেন, দোতলা ভবনের পুরোটাই ধসে পড়েছে।

ফায়ার ব্রিগেড কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, দুজন ভেতরে আটকা পড়েছেন, এমন খবরের ভিত্তিতে আমরা তল্লাশি চালাচ্ছি। আমরা চেষ্টা করছি। দেখা যাক কী হয়।

স্থানীয়রা জানায়, শত বছরের পুরানো এই ভবনটি এক রকম পরিত্যক্তই ছিল। তবে ফুটপাতের ফলের কয়েকজন হকার সেখানে থাকতেন।

স্থানীয়রা আরও জানান, ওই ভবনের নিচতলায় ভাড়া থাকতেন জায়েদ আলী ও তার ছেলে বাবলা।

জানা যায়, বুধবার সকালে জায়েদ আলীর ভাই তাদের বাসায় গেলে ভবনটি ধসে পড়া অবস্থায় দেখতে পান। ভোর থেকে বাবা ও ছেলে দুজনেরই ফোন বন্ধ পাওয়া যাচ্ছে বলেও জানান তাদের স্বজনরা। তাদের আশঙ্কা ধ্বংসাবশেষের নিচে বাবা ও ছেলে চাপা পড়ে থাকতে পারে।

কোতোয়ালি থানার ওসি শাহেদুর রহমান বলেন, আমরা শুনেছি সেখানে কয়েকজন আটকা পড়েছে। তবে তা কতটুকু সত্য, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার ব্রিগেড কাজ করছে।

ওসি আরও বলেন, ভবনটি সরকারি, তবে কোন কর্তৃপক্ষের সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

Bootstrap Image Preview